2nd Summative Evalution -2022-23 |
class 6 geography 2nd unit test question paper 2022
Class-VI,
Sub - Geography
F.M-25
1. সঠিক উত্তরটি নির্বাচন করঃ- ( যে কোন ৫টি) 1X5=5
ক) পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটি হল -ভূ-ত্বক / গুরু মন্ডল / কেন্দ্র মণ্ডল
খ) আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষনা কেন্দ্রটি হল, - মৈত্রী / ভষ্টক / দক্ষিন গঙ্গোত্রী
গ) বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র - ব্যারোমিটার / থার্মোমিটার / হাইগ্রোমিটার।
ঘ) পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর - আলিপুর / কাশীপুর / সন্তোষ পুরে অবস্থিত ।
ঙ) ভারতের জলবায়ু মূলত - নিরক্ষীয় / মৌসুমী / নাতিশীতোষ্ণ প্রকৃতির ।
চ) সিরোজেম হল - পার্বত্য / মরু / সমভূমি অঞ্চলের মাটি।
2. শুন্যস্থান পূরণ করঃ- ( যে কোন ৫টি)1X5=5
ক) মিলেট জাতীয় ফসল ভালো জন্মায়.............মাটিতে।
খ) মানুষের প্রচেষ্ঠা ছাড়াই প্রকৃতির নিমমে যে উদ্ভিদ জন্মায় তাকে.............উদ্ভিদ বলে।
গ) ..............সালে বন্য প্রাণী সংরক্ষন আইন চালু হয়।
ঘ)................ হল কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা।
ঙ) আন্টার্কটিকা মহাদেশের তুষার ঝড়কে বলে...............।
চ)................তরল সোনা বলা হয়।
3. এক কথায় উত্তর দাও :- ( যে কোন ৫টি )1X5=5
ক) পৃথিবীর কোন প্রাচীন ভূ-খন্ড থেকে আজকের মহাদেশ গুলির সৃষ্টি হয়েছে?
খ) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
গ) আন্টার্কটিকায় অবস্থিত পৃথিবীর অন্যতম জীবন্ত আগ্নেয় গিরিটির নাম কী ?
ঘ) পৃথিবীতে তাপ ও আলোর উৎস কী?
ঙ) আশ্বিনের ঝড় কোন সময়ে হয়?
চ) উত্তর ভারতের নদীগঠিত সমভূমিতে কী মাটি দেখা যায় ?
ছ) দুটি চিরহরিৎ বৃক্ষের উদাহরন দাও।
জ) অরন্যের প্রধান সম্পদ কী?
4. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উদাহরণ দাও ঃ- ( যে কোন ২টি ) 2X2.5=5
ক) সংরক্ষিত অরন্য কাকে বলে?
খ) গাছ কেটে ফেললে কি কি ক্ষতি হতে পারে ?
গ) ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকগুলি কী কী ?
ঘ) কালবৈশাখী কাকে বলে?
ঙ) আন্টার্কটিকায় শীত কালেই কেন অভিযান করা হয়?
5. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :- ( যে কোন ১টি ) 1X5 = 5
ক) বায়ুমণ্ডের গুরুত্ত্ব আলোচনা কর।
খ) মাটি ক্ষয় কী ? মাটি ক্ষয়ের কারণগুলি কী কী?
গ) ভারতের বিভিন্ন জায়গার স্বাভাবিক উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেন?
Tags: