Join Telegram group

Ads Area

রাজ্যের জেলা আদালতে গ্রুপ-C, গ্রুপ-D নিয়োগ 2023 | WB district court group c and group d recruitment 2023

 রাজ্যের জেলা আদালতে গ্রুপ-C, গ্রুপ-D নিয়োগ 2023 | west bengal district court recruitment 2023


Yours Quaris (toc)

Nadia district job vacancy


WB district court recruitment 2023


Nadia district court recruitment 2023


8th pass group c and group d recruitment  

রাজ্যের জেলা কোর্টে Group-C, Group-D কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে নদীয়া জেলা আদালতে । পশ্চিমবঙ্গের সব জেলার চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন। 

নোটিশ নম্বর – 205

নোটিশ প্রকাশের তারিখ – 15/05/2023

1. পদের নাম- Bench Clerk Post 

শূন্যপদ – 6 টি ।

যোগ্যতা – নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে, সাথে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার জানা প্রয়োজন।

বয়স – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন– প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা ।

2. পদের নাম- English Stenographer post.

শূন্যপদ – 2 টি শূন্যপদ ।

যোগ্যতা – নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে, সাথে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও থাকা প্রয়োজন। স্টেনোগ্রাফি এবং টাইপিং স্পিড থাকতে হবে যথাক্রমে 80 এবং 30 W.P.M।

বয়স – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন – এখানে প্রার্থীদের শেষ স্যালারি – পেনশন, এই হিসেবে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- Peon post.

শূন্যপদ – 2 টি শূন্যপদ ।

যোগ্যতা – নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সাথে কম্পিউটার দক্ষতাও থাকা প্রয়োজন।

বয়স – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন।

বেতন– মাসিক 8,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি: - কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি : - অফলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে । অফিসিয়াল নোটিশের 2 নং পাতায় থাকা আবেদন পত্রটি পূরন করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা :- 

District Judge, Nadia, Krishnagar, Zilla Adalat Bhaban, PIN-741101. 

আবেদনের সময়সীমা :- প্রার্থীদের 31/05/2023 তারিখের বিকেল 5 টার মধ্যে উপরে উল্লেখিত ঠিকানাতে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।

ইন্টারভিউয়ের সময়সীমা :- 

ইন্টারভিউ নেওয়া হবে 06/06/2023 থেকে 08/06/2023 তারিখ পর্যন্ত।

📌Official Notice Download link 

📌Official website: Link 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area