Join Telegram group

Ads Area

রাজ্যে রামকৃষ্ণ মিশনে চাকরি ২০২৩, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ | Ramakrishna Mission Recruitment 2023

রাজ্যে রামকৃষ্ণ মিশনে চাকরি ২০২৩ | Ramakrishna Mission Recruitment 2023





রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরে একটি নন টিচিং শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে এই পোস্টটিতে আলোচনা করা হল..।

নোটিশ প্রকাশ- 14/07/2023


পদের নাম : অ্যাকাউন্টেন্ট ।


শূন্যপদ  মোট 1 টি শূন্যপদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। নূন্যতম B.Com পাশ করে থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্টস, কম্পিউটার অপারেশন, ইন্টারনেট, টাইপিং এবং ই-কমিউনিকেশন, ট্যালি, G.S.T এর সাথে এবং অন্যান্য কর সম্পর্কিত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা 
01-01-2023 তারিখ অনুযায়ী প্রার্থীর  বয়স হতে হবে 40 বছরের মধ্যে ।

বেতন:
প্রার্থীকে মাসিক বেতন 17,550 টাকা করে দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি 
এখানে প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে 200 টাকা আবেদন মূল্যও।


আবেদন জমা দেওয়ার ঠিকানা
Ramakrishna Mission Vidyalaya (A Residential School for boys with H. S.Section) Narendrapur, Kolkata-700103

আবেদন মূল্য 
প্রার্থীদের 200 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।


আবেদনের তারিখ
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 28 জুলাই, 2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত ।


-: Importent Links :-


✅ অফিসিয়াল নোটিশ: Download 

✅ আবেদন করার ফর্ম: Download 

✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here 




Yours quarries (toc)

Ramkrishna mission recruitment 2023


Ramkrishna mission new recruitment 2023


Ramkrishna mission group d recruitment 2023


Sorkari Chakrir khobor


Today job vacancy 


Narendrapur Ramkrishna mission recruitment 2023

Sarkari Chakrir khabor 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area