Join Telegram group

Ads Area

West Bengal group D recruitment 2023 | 8th pass job vacancy in WB| kolkata job vacancy | sarkari chakrir khabor

 WB Group-D Recruitment | লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ ২০২৩ 



 রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশের যেকোনো যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোন জায়গার বাসিন্দা হলেই চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পেয়ে যাবেন। এই চাকরি সম্বন্ধে বিস্তারিত এই প্রতিবেদনে ....


যোগ্যতা: চাকরিপ্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস হতে হবে এবং সেই সঙ্গে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে ৮০০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন ।


বয়স: এখানে চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবে।


মোট শূন্যপদ: এখানে সব মিলিয়ে 800 জন কর্মী নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি: নিচের দেওয়া লিংকে ক্লিক করে চাকরিপ্রার্থীদের এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীদের সমস্ত যাবতীয় তথ্য যেমন- নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।


আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:  চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে- 


(১) পাসপোর্ট সাইজের ফটো 4 কপি। 


(২) আধার কার্ড,


(৩) ভোটার কার্ড, 


(৪) প্যান কার্ড ও 


(৫) ব্যাঙ্কের পাশবই


পদের নাম: গ্রুপ ডি তথা ELASTIC RUN Delivery Boy Job পদে কর্মী নিয়োগ করা হবে।


নিয়োগ পদ্ধতি: এখানে আবেদন করার পরে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।


☎️কোনোরকম সমস্যা হলে যোগাযোগ করুন এই নাম্বারেঃ- 9088616469 (জয় স্যার)


✅ APPLY NOW: CLICK HERE


📌 OFFICIAL WEBSITE: CLICK HERE







Yours Quaris (toc) :

Kolkata job vacancy 2023


WB group d recruitment 2023


West Bengal new job vacancy 2023


Delivery boy job vacancy 2023


New job recruitment


8th pass job vacancy 2023


12th pass job vacancy


10th pass job vacancy





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area