Join Telegram group

Ads Area

রাজ্যে জেলা আদালতে ‘গ্রুপ-সি’ কর্মী নিয়োগ ২০২৩ , উচ্চমাধ্যমিক পাশে আবেদন। বেতন ১৩ হাজার টাকা | WB district court recruitment 2023

রাজ্যে জেলা আদালতে ‘গ্রুপ-সি’ কর্মী নিয়োগ ২০২৩ , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। প্রতিমাসে বেতন ১৩ হাজার ৫০০ টাকা| Jhargram district court group d recruitment 2023 


Employment Notification No. 04/DLSA/JGM/2023, Dated 13.07.2023 for recruitment of a P.A. / Stenographer under the Chairmanship of Ld. District Judge & Chairman, District Legal Services Authority, Jhargram





দৈনন্দিন মূল্য বৃদ্ধির বাজারে চাকরি সবার প্রয়োজন। বর্তমান দিনে চাকরি সকালের কাছেই যেন দুষ্প্রাপ্য। চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, অতুলনীয় স্কিল ইত্যাদি অনেক কিছু। তবে নূন্যতম যোগ্যতায় আছে কিছু সরকারি চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল...

Employment No.- 04/DLSA/JGM/2023


পদের নাম- P.A./ Stenographer


মোট শূন্যপদ- ১ টি।


শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের। বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অথবা কম্পিউটার অপারেটিং সহ প্রিন্টার অপারেশনের সাম্যক জ্ঞান থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা। 

বয়সসীমা- আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। 

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনে আবেদন জানানো যাবে এই পদে চাকরির জন্য। দপ্তরের নির্দিষ্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে আবেদনাকারীদের। 

 

আবেদন ফি- প্রত্যেকজন আবেদনকারীকে এককালীন ৩৫০/- টাকা আবেদন ফি দপ্তরের নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে জমা দিতে হবে। প্রদত্ত ব্যাঙ্কের Account Number – 40220933200 - এবং IFSC Code - SBIN0000103


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN-721507 

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে। 


নির্বাচন পদ্ধতি:- প্রার্থীদের বাছাই করা হবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে। 

1. প্রথম ধাপের পরীক্ষা: প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে যার মধ্যে প্রচলিত প্রশ্নপত্র রয়েছে যেমন 1) ইংরেজি থেকে বাংলায় অনুবাদ (20 মার্কস) এবং 2) বাক্য গঠন (20 মার্কস)। প্রশ্নপত্র ইংরেজি ভাষায় হবে এবং লিখিত পরীক্ষার মোট নম্বর হবে 40 (20+20)। পরীক্ষার সময়কাল হবে 1 (এক) ঘন্টা। লিখিত পরীক্ষার মান মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষার অনুরূপ হতে হবে।

2. দ্বিতীয় পর্বের পরীক্ষা: প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, মেধা অনুসারে বেশ কয়েকজন প্রার্থীকে নির্বাচিত করা হবে এবং স্টেনোগ্রাফি পরীক্ষা এবং কম্পিউটার অপারেশনে পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য মোট নম্বর হবে 60 (40+20)।

আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই, ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।


নোটিশ ডাউনলোড Link 

📍 Official website Link 


Yours Quaris (toc)

Jhargram district job vacancy 2023


WB new job vacancy 2023


Jhargram district court group d recruitment 2023


10th pass job


12th pass job vacancy in WB


রাজ্যে জেলা আদালতে কর্মী নিয়োগ 2023


ঝাড়গ্রাম আদালতে কর্মী নিয়োগ 2023


job in jhargram district









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area