Join Telegram group

Ads Area

মাধ্যমিক পাশে মেডিসিন ওয়ারহাউসে কর্মী নিয়োগ ২০২৩ | MedPlus medicine warehouse Job vacancy 2023

 রাজ্যে মেডিসিন ওয়ারহাউসে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ | Medplus Medicine Warehouse Job Vacancy 2023



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর । Medplus - ওয়ারহাউসের পক্ষ থেকে প্রতিটি জেলায় স্থায়ী পদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন । আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হয়েছে ---


পদের নাম :- CSA (Pharmacy)


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন । এছাড়া যারা উচ্চ শিক্ষিত তারাও এখানে আবেদন করতে পারবেন । ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ।


📍জব লোকেশন :- সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চাকরির সুযোগ ( All west bengal job vacancy)। প্রার্থীরা তাঁদের নিকটবর্তী স্থানে কাজের সুযোগ পেয়ে যাবেন ।


শূন্যপদ :- উল্লেখ করা হয়নি ।


বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন ।


বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ৯,০০০/- টাকা থেকে আপটু ১২,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । সঙ্গে ESI এবং PF এর সুবিধা এখানে পাবেন ।



কাজের অভিজ্ঞতা :- অভিজ্ঞ এবং ফ্রেশার উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন |



ডিউটি টাইম :- প্রতিটি ৯ ঘন্টা (শিফটিং) ডিউটি টাইম থাকতে এবং সপ্তাহে ১ দিন (Rotational) ছুটি পাবেন |


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | 


আবেদন ফি :- উক্ত পদে আবেদন করার জন্য বা চাকরির জন্য কোনো টাকা লাগবে না |

👉 Online Appy Link 

Website Link 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area