Join Telegram group

Ads Area

West Bengal Food SI , Kolkata Police, WBP Lady Constable, WBCS Suggestions 2023 / Questions answers

  FOOD SI 🛑 KOLKATA POLICE 🛑 WBP LADY CONSTABLE 🛑 WBCS



1. আগামী ৫০ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা- কে বলেছিলেন ?

A. শ্রী অরবিন্দ ঘোষ

B. অশ্বিনীকুমার দত্ত

C. স্বামী বিবেকানন্দ

D. স্বামী দয়ানন্দ সরস্বতী

উত্তর -👉 C

2. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?

A. রাজা রামমোহন রায়

B. মহাত্মা গান্ধী

C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর -👉 A

3. নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় ?

A. পটাশিয়াম

B. ক্যালসিয়াম

C. ফসফরাস

D. আয়োডিন

উত্তর -👉 D

4. নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ? 

A. স্কন্দগুপ্ত

B. প্রথম কুমার গুপ্ত

C. প্রথম চন্দ্রগুপ্ত

D. সমুদ্র গুপ্ত

উত্তর -👉 B

5. তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ এর কিরূপ পরিবর্তন হয় ?

A. বাড়ে

B. কমে

C. অপরিবর্তিত থাকে

D. কোনটাই না

উত্তর -👉 A

6. GIS এর পুরো নাম কি ?

A. জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম 

B. জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম

C. জিওম্যাট্রিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম

D. জেনারেল ইমিউনিটি সিস্টেম

উত্তর -👉 B

7. বদ্ধ সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন ?

A. ডারউইন

B. মেন্ডেল

C. দুজারদীন

D. উইলিয়াম হার্ভে

উত্তর -👉 D

8. অধীনতামূলক মিত্রতা ব্যবস্থাকে প্রবর্তন করেন ?

A. লর্ড কার্জন

B. লর্ড ডালহৌসি

C. ওয়ারেন হেস্টিংস

D. লর্ড ওয়েলেসলি

উত্তর -👉 D

9. কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

A. জামশেদপুর

B. পাটনা

C. কটক

D. রাঁচি

উত্তর -👉 A

10. রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন?

A. রাজ্যের রাজ্যপাল

B. রাজ্যের মুখ্যমন্ত্রী

C. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

D. ভারতের রাষ্ট্রপতি

উত্তর -👉 D

11. ভারতবর্ষের কোন রাজ্য ফনি সাইক্লোন এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

A. গুজরাট

B. ওড়িশা

C. পাঞ্জাব

D. তামিলনাড়ু

উত্তর -👉 B

12. সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না?

A. লোহা

B. তামা

C. ব্রোঞ্জ

D. রূপা

উত্তর -👉 A

13. প্রাচীন সময়ের মহান আইনদাতা কে ছিলেন ?

A. আর্য ভট্ট

B. মনু

C. বাতস্যায়ন

D. অশোক

উত্তর -👉 B

14. জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ?

A. সত্য ও বিশ্বাস

B. শৌর্য ও বলিদান

C. বিশ্বাস ও বিরত্ব

D. কোনটাই না

উত্তর -👉 B

15. বেসবল খেলার মাঠ কে কি বলা হয় ? 

A. রিং

B. কোর্ট

C. ডায়মন্ড

D. পিচ

উত্তর -👉 C

16. প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হন তার নাম কি?

A. হেমা মালিনী

B. জয়াপ্রদা

C. নার্গিস দত্ত

D. কেউই নন

উত্তর -👉 C

17. কোন দিল্লির সুলতান নিজের আত্মজীবনী লিখেছেন?

A. আলাউদ্দিন খলজী

B. কুতুবউদ্দিন আইবক

C. বলবন

D. ফিরোজশাহ তুঘলক

উত্তর -👉 D

18. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ?

A. ডঃ বি আর আম্বেদকর

B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

C. খান আব্দুল গফফার খান

D. লাল বাহাদুর শাস্ত্রী

উত্তর -👉 A

19. লোকনাথ নামে পরিচিত যিনি জনতা পার্টি প্রতিষ্ঠাতা এবং 1977 সালে কংগ্রেস দলকে পরাজিত করেছিলেন তিনি কে ?

A. জয় প্রকাশ নারায়ণ

B. রাজা রামমোহন রায়

C. বিপিনচন্দ্র পাল

D. বাল গঙ্গাধর তিলক 

উত্তর -👉 A

20. হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ক্ষেত্রে ?

A. জৈব রাসায়নিক

B. মেডিকেল সাইন্স

C. ইকোনোমিক্স

D. সাহিত্য

উত্তর -👉 B

21. ভানুসিংহ কার ছদ্মনাম ?

A. প্যারীচাঁদ মিত্র

B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. মাইকেল মধুসূদন দত্ত

D. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর -👉B

22. চিপকো আন্দোলন কোথায় শুরু হয়?

A. উত্তর প্রদেশ

B. উত্তরাখন্ড

C. ঝাড়খন্ড

D. মহারাষ্ট্র

উত্তর -👉A

23. কত সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় ?

A. 1921

B. 1922

C. 1929

D. 1911

উত্তর -👉B

24. ডান্ডিয়ার নাচ কোন রাজ্যের লোকনৃত্য ?

A. গুজরাট

B. বিহার

C. কর্ণাটক

D. তামিলনাড়ু

উত্তর -👉A

25. Fall of a Sparrow বইটি কে লিখেছিলেন ?

A. সেলিম আলী

B. গোপাল ভট্টাচার্য

C. রবীন্দ্রনাথ ঠাকুর

D. অরবিন্দ ঘোষ

উত্তর -👉 A



বিষয় সূচী : (toc)

West Bengal Food SI Gk and questions answers- suggestions

 Kolkata Police suggestions and questions answers

 WBP Lady Constable gk questions answers suggestions,

 WBCS Suggestions 2023 Questions Suggestions and gk questions answers

Govt exam gk suggestions 2023

Daily current affairs 

Indian history MCQ in bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area