রাজ্যের কলেজে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি- লিখিত পরীক্ষা ছাড়া চাকরিতে নিয়োগ। baruipur college recruitment 2022
পশ্চিমবঙ্গের একটি কলেজে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কলেজে (Baruipur College Recruitment)। লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
নোটিশ নম্বরঃ BC/02/Advt.(NTS-Temp.)/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 11.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) ক্লার্ক (গ্রুপ-C)
(2) ল্যাব অ্যাটেনড্যান্ট (গ্রুপ-D)
✅ Post Details
(1) পদের নাম- ক্লার্ক (গ্রুপ-C)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং বেসিক কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা- 11.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 – 40 বছরের মধ্যে । সংরক্ষিত প্রার্থী অর্থাৎ SC,ST,PH প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন, OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
(2) পদের নাম- ল্যাব অ্যাটেনড্যান্ট (গ্রুপ-D)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা- 11.05.2022 তারিখ অনুযায়ী আবেদন কারীর বয়স 18 – 40 বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থী অর্থাৎ SC ,ST, PH প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন, OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় : 25.05.2022 তারিখ সকাল 11.00 থেকে ইন্টারভিউ হবে ।
ইন্টারভিউয়ের স্থানঃ বারুইপুর কলেজ (Baruipur College )
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশনঃ
একটি ফর্ম ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আলাদা করে আগে থেকে কোথাও আবেদনপত্র জমা দেওয়ার দরকার নেই।
ইন্টারভিউয়ের দিন যে ফর্ম জমা করতে হবে তার PDF এর লিংক নিচে দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করে প্রথমে আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে।
👉 তারপর ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর সঠিকভাবে পুরন করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
✅ Official website Link
✅ Application form Link Download
🧿 Telegram : Join Now
************************************************