সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন ও উওর
1.DNA থেকে MRNA এর তৈরি হওয়াকে কী বলে?
Ans:-ট্রান্সক্রিপশন
2.পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি ছিল?
Ans:-ইউরিয়া
3.'Wide Angle'-আত্মজীবনীটি কার?
Ans:-অনিল কুম্বলে
4.নাগার্জুন সাগর প্রোজেক্ট কোন নদীর ওপর অবস্থিত?
Ans:-কৃষ্ণা।
5.Tshogdu-কোন দেশের পার্লামেন্টের নাম?
Ans:-ভুটান
6.ভারতে কবে সবুজ বিপ্লব শুরু হয়েছিল?
Ans:-১৯৬০-এর দশকে
7.বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
Ans:-কোশি নদীকে
8.'Wealth of Nation'-গ্রন্থটি কার লেখা?
Ans:-অ্যাডাম স্মিথ
9.কোন বাংলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?
Ans:-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
10.ময়ূর সিংহাসনের ডিজাইনার বা নকশাকার কে?
Ans:-বেবাদল খাঁ
11.Servants of People Society কে প্রতিষ্ঠা করেন?
Ans:-লাল লাজপত রায়
12.ন্যাশনাল ডিফেন্স একাডেমী কোথায় অবস্থিত?
Ans:-পুনে
13.2020 IPL চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
Ans:-মুম্বাই ইন্ডিয়ান্স
14.কালিবঙ্গান শহরটি কোন রাজ্যে অবস্থিত?
Ans:-রাজস্থান
15.Gandhi vs Lennin-কার লেখা?
Ans:-এস এন ডাঙ্গে
16.পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়?
Ans:-১৯৫৪ সাল
17.বোকারো স্টিল প্লান্ট কোন দেশের সাহায্যে তৈরি করা হয়েছিল?
Ans:-সোভিয়েত ইউনিয়ন
18.ভারতের কোন রাজ্যে তফশিলি উপজাতির(ST) সংখ্যা সর্বাধিক?
Ans:-মধ্যপ্রদেশ
19.কোন নদীকে নর্মদার যমজ বলা হয়?
Ans:-তাপী
20.পর্তুগিজরা "ব্ল্যাক গোল্ড" বলতো কাকে?
Ans:-গোলমরিচকে
21."সব লাল হো জায়েগা"-এই উক্তিটি কার?
Ans:-রনজিৎ সিং
22.ভারতের কোন রাজ্যের সড়ক দৈর্ঘ্য সর্বোচ্চ?
Ans:-মহারাষ্ট্র
23.১০০ ml বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমান কত থাকা উচিত?
Ans:-২০ ml
24.কোন ভিটামিনের রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড?
Ans:-ভিটামিন B9
25.তিলাইয়া বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে?
Ans:-বরাকর
26.ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত?
Ans:-কৌটিল্য বা চাণক্য
27.কার ঘোড়ার নাম ছিল চেতক?
Ans:-রানা প্রতাপ সিংহ
28.কোন বছর ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে?
Ans:-১৯০০
29.জীবাশ্ম প্রধানত কোন শিলায় দেখতে পাওয়া যায়?
Ans:-পাললিক
30.স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?
Ans:-জন মাথাই
******************************************************