একনজরে ভারতের জনগণনা 2011 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি।
1) ভারতের মোট জনসংখ্যা কত ?
ANS: 121 কোটি 1 লাখ 93 হাজার 422 জন
2) ভারতের মোট জনসংখ্যার পুরুষের সংখ্যা কত ?
ANS: 62 কোটি 37 লাখ 24 হাজার 248 জন (51.48%)
3) ভারতের মোট জনসংখ্যার মহিলা সংখ্যা কত
ANS: 58 কোটি 68 লাখ 69 হাজার 174 জন ( 48.52%)
4) ভারতের মোট সাক্ষরতার হার কত ?
ANS: 74.04 %
5) পুরুষ সাক্ষরতার হার কত ?
ANS: 82.14 %
6) মহিলা সাক্ষরতার হার কত ?
ANS: 65.46 %
7) ভারতের জনঘনত্ব কত জন ?
ANS: 382 জন প্রতি বর্গ কিমিতে
8) প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত জন ?
ANS: 940 জন মহিলা
9) প্রতি 1000 জন শিশুপুত্রে শিশুকন্যার সংখ্যা কত জন ?
ANS: 914 জন শিশুকন্যা
10) মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ?
ANS: কেরলে (প্রতি 1000 জন পুরুষ 1084 জন মহিলা)
11) মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম ?
ANS: হরিয়ানা ( প্রতি 1000 জন পুরুষ 879 জন মহিলা )
12) শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ?
ANS: মিজোরাম (প্রতি 1000 জন শিশুপুত্রে 971 জন শিশু কন্যা)
13) শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম
ANS: হরিয়ানা (প্রতি 1000 জন শিশুপুত্রে 830 জন শিশু কন্যা)
14) আয়তনে সবথেকে বৃহত্তম রাজ্য কোনটি ?
ANS: রাজস্থান
15) আয়তনে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি
ANS: গোয়া
16) জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি
ANS: উত্তর প্রদেশ
17) জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি
ANS: সিকিম
18) জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি
ANS: বিহার
19) জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি
ANS: অরুণাচল প্রদেশ
20) শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে বেশি
ANS: কেরালা
21) শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে কম ?
ANS: বিহার
22) মহিলা শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে বেশি ?
ANS: কেরালা
23) মহিলা শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে কম ?
ANS: বিহার
24) আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
ANS: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
25) আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
ANS: লাক্ষাদ্বীপ
26) জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
ANS: দিল্লি
27) জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
ANS: লাক্ষাদ্বীপ
28) জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
ANS: দিল্লি
29) জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
ANS: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
30) শিক্ষিত হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি ?
ANS: লাক্ষাদ্বীপ
31) শিক্ষিত হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম ?
ANS: দাদরা ও নগর হাভেলি
32) আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি ?
ANS: কচ্ছ (গুজরাট)
33) আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি ?
ANS: মাহে (পদুচেরি)
34) সবচেয়ে জনসংখ্যার দিকথেকে বৃহত্তম জেলা কোনটি ?
ANS: থানে (মহারাষ্ট্র)
35) সবচেয়ে জনসংখ্যার দিকথেকে ক্ষুদ্রতম জেলা কোনটি
ANS: উচ্চ দিবাং উপত্যাকা (অরুণাচল প্রদেশ)
36) হিন্দু জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক ?
ANS: হিমাচল প্রদেশে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন ।
37) খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক ?
ANS: নাগাল্যান্ড
38) বৌদ্ধধর্মালম্বী মানুষ কোন রাজ্যে সর্বাধিক ?
ANS: সিকিমে
39) ( BPL ) দারিদ্রসীমা বা গরিবি রেখার সংখ্যা দেয়া হয় কিসের মাধ্যমে ।
ANS: খাদ্যদ্রব্যের পরিমাণ বা পুষ্টি স্তর এর মাধ্যমে
40) উত্তর-পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের জনগণনা প্রথম কবে করা হয় ।
ANS: 1961 সালে
**************************************************