Join Telegram group

Ads Area

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ PDF | Daily Current Affairs History। | GK Question Answer history | today current affairs history

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ PDF download 


প্রথম ভারতীয় পুরুষ -

১) প্রথম ভারতীয় প্রধান মন্ত্রী – জওহরলাল নেহেরু ।

২) প্রথম ভারতীয় রাষ্ট্রপতি – ডঃ রাজেন্দ্র প্রসাদ ।

৩) প্রথম ভারতীয় বিলাত যাত্রী – রামমোহন রায় ।

৪) প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক – রবীন্দ্রনাথ ঠাকুর ।

৫) প্রথম ভারতীয় অস্কার বিজয়ী – সত্যজিৎ রায় ।

৬) প্রথম ভারতীয় বি. এ. ডিগ্রি লাভ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই ।


৭) প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি – রমেশচন্দ্র মিত্র ।

৮) প্রথম ভারতীয় বড়লাট – চক্রবর্তী রাজা গোপালাচারী ।

৯) প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

১০) প্রথম ভারতীয় গভর্নর – লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ।

১১) প্রথম ভারতীয় স্যার উপাধি ত্যাগ - রবীন্দ্রনাথ ঠাকুর ।

১২) প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১৩) প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক – দাদাভাই ফালকে ।

১৪) প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী – রাকেশ শর্মা ।

১৫) প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার – মিহির সেন ।

১৬) প্রথম ভারতীয় বিশ্ব বিজয়ী কুস্তীগির – গামা

১৭) প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক – প্রমথ নাথ বসু ।

১৮) প্রথম ভারতীয় আই. সি. এস পদত্যাগ – সুভাষচন্দ্র বসু

১৯) প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক – রাধানাথ শিকদার ।

২০) প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় – রণজিৎ সিংজী ।

২১) প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য – দাদাভাই নৌরজী ।

২২) প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী – সর্দার বল্লভ ভাই প্যাটেল ।

২৩) প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার – নীলমণি মিত্র ।

২৪) প্রথম ভারতীয় ব্যারিস্টার – জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ।

২৫) প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক – সি. ভি. রমণ ।

২৬) প্রথম ভারতীয় মার্কিন কংগ্রেস সভ্য – দিলীপ সিং সৌন্দ ।

২৭) প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক – সউফুদ্দিন কিচুল ।

২৮) প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল – বি. ডি আয়েঙ্গার ।

২৯) প্রথম ভারতীয় বৈমানিক – ইন্দ্রলাল রায় ।

৩০) প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি – জগদীশ চন্দ্র বসু ।

**†*************†**************†******★*****




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area