Join Telegram group

Ads Area

ভারতের জাতীয় উদ্যান PDF | ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য | NationalParks of India |

 Daily Current Affairs | ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য 


ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৪টি। ভারতের প্রথম জাতীয় উদ্যান (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ক্যাটেগরি ২ সংরক্ষিত অঞ্চল) হল ১৯৩৫ সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়। ১৯৭০ সালে ভারতে পাঁচটি জাতীয় উদ্যান ছিল।

🇮🇳ভারতের অভয়ারণ্য / জাতীয় উদ্যান অবস্থান🇮🇳​​​ 

১) জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি , পশ্চিমবঙ্গ (এক সিংহ গন্ডার) 

২) চাপড়ামারি অভয়ারণ্য জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ(হাতি, বাঘ)

৩) গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গ( ভারতীয় গণ্ডার) 

৪) সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ

৫) সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ- পশ্চিমবঙ্গ( রয়েল বেঙ্গলটাইগার)


৬) মানস ব্যাঘ্রপ্রকল্প - বরপেটা,অসম (বাঘ)


৭) কাজিরাঙা জাতীয় উদ্যান - জোরহাট, অসম (একশৃঙ্গগন্ডার)


৮) কেইবুল লামাজো জাতীয় উদ্যান- মনিপুর


৯) সিরোই জাতীয় উদ্যান - মনিপুর


১০) নামধাপা জাতীয় উদ্যান - অরুণাচল প্রদেশ (বাঘ ,লেপা


১১) সিপাহী জলা অভয়ারণ্য- ত্রিপুরা


১২) মুরলেন জাতীয় উদ্যান - মিজোরাম


১৩) পালামৌ ব্যাঘ্রপ্রকল্প - ডালটনগঞ্জ, ঝাড়খন্ড


১৪) হাজারীবাগ জাতীয় উদ্যান- হাজারিবাগ, ঝাড়খন্ড


১৫) বাল্মিকী জাতীয় উদ্যান- বিহার


১৬) সিমলিপাল জাতীয় উদ্যান- ময়ূরভঞ্জ ,ওড়িশা (বাঘ)


১৭) নন্দনকানন জাতীয় উদ্যান- উড়িষ্যা( সাদাবাঘ, ঘড়িয়াল)


১৮) চন্দ্রপ্রভা অভয়ারণ্য - বেনারস ,উত্তর প্রদেশ


১৯) ভেলাভাদার জাতীয় উদ্যান- ভাবনগর ,গুজরাট


২০) গির জাতীয় উদ্যান অভয়ারণ্য- জুনাগর, গুজরাট (সিংহ)


২১) বরিভালি জাতীয় উদ্যান- মুম্বাই ,মহারাষ্ট্র (প্যান্থার ,সম্বর ,লঙ্গুর, চিংকারা)


২২) নোয়াগাঁও জাতীয় উদ্যান- ভান্ডারা, মহারাষ্ট্র


২৩) টাদোবা জাতীয় উদ্যান- চন্দ্রপুর, মহারাষ্ট্র (বাঘ)

https://sarkarichakri21.blogspot.com/

২৪) বান্ধবগড় জাতীয় উদ্যান- শাহদোল, মধ্যপ্রদেশ (সাদা বাঘ)


২৫) বন বিহার জাতীয় উদ্যান- মধ্যপ্রদেশ


২৬) শিবপুরি জাতীয় উদ্যান - শিবপুরি, মধ্যপ্রদেশ


২৭) পেঞ্চ জাতীয় উদ্যান - মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ


২৮) কুত্রিগাম অভয়ারণ্য - বস্তার ,ছত্রিশগড়


২৯) কানহা জাতীয় উদ্যান - মান্দলা, ছত্রিশগড় (বাঘ)


৩০) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান - ছত্রিশগড়


৩১) দাচিগ্রাম অভয়ারণ্য -শ্রীনগর ,জম্মু কাশ্মীর (কস্তুরী মৃগ )


৩২) ভগবান মহাবীর জাতীয় উদ্যান - গোয়া


৩৩) শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান - অন্ধপ্রদেশ


৩৪) মেলাপুত্তু পাখিরালয়- নেলোর ,অন্ধপ্রদেশ


৩৫) মধুমালা অভয়ারণ্য- নীলগিরি ,তামিলনাড়ু (হাতি ,বাইসান)


৩৬) ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান - তামিলনাড়ু


৩৭) রঙ্গনথিটু পক্ষীরালয়- মহীশূর ,কর্ণাটক


৩৮) নাগরহোল জাতীয় উদ্যান - কুর্গ ,কর্ণাটক


৩৯) বন্দিপুর জাতীয় উদ্যান - কর্ণাটক (হাতি, বাইসান)


৪০) পেরিয়ার অভয়ারণ্য - ইদুক্কি ,কেরল (হাতি, বাঘ চিতা ,সম্বর )


৪১) সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান -কেরল (হাতি, বাঘ, প্রজাপতি)


৪২) অগস্থ মালাই জীবমণ্ডল সংরক্ষণ- কেরল


৪৩) ইরাভিকুলাম জাতীয় উদ্যান - ইদুক্কি, কেরল


৪৪) মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান- আন্দামান-নিকোবর


৪৫) দুধওয়া জাতীয় উদ্যান -লখিমপুর ,উত্তরপ্রদেশ (বাঘ)


৪৬) করবেট জাতীয় উদ্যান - নৈনিতাল,উত্তরাখণ্ড (বাঘ)


৪৭) রোহিয়া জাতীয় উদ্যান - কুলু,হিমাচল প্রদেশ


৪৮) সুলতানপুর জাতীয় উদ্যান- হরিয়ানা


৪৯) সরিস্কা জাতীয় উদ্যান - আলোয়ার, রাজস্থান (বাঘ)


৫০) রণথম্ভোর জাতীয় উদ্যান- সাওয়াই, মাধপুর রাজস্থান( বাঘ)


৫১) ঘানা পাখিরালয় - ভরতপুর,গুজরাট

#sarkarichakrirkhabor

**************************************************

ভারতের জাতীয় উদ্যান pdf



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area