বেলুড় মঠ রামকৃষ্ণ শিক্ষামন্দিরে নিয়োগ ২০২২ ,শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি, মাসিক বেতন- ৪৫ হাজার টাকা।
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির (Belur Math Ramakrishna Mission Siksha Mandir) এর তরফ থেকে নতুন এক চাকরির নোটিশ জারি হলো। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ জেলার পুরুষ চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই চাকরিতে জয়েন হওয়ার জন্য আগে থেকে আবেদন করার কোনো দরকার নেই।
কেননা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করে চাকরির জন্য নিয়োগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দিরটি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ।
Belur Math Ramakrishna Mission Siksha Mandir Recruitment 2022
অফিসিয়াল নোটিশ নম্বরঃ RKMSM/RUSA 2.0/Part-2/15/Emp-1/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 20.08.2022
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসার (Assistant Professor)।
মাসিক বেতনঃ প্রতি মাসে বেতন দেওয়া হবে 45,000 টাকা করে ।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী 58 বছরের কম থাকতে হবে।
যেসমস্ত বিষয়ের প্রফেসার নিয়োগ করা হবেঃ
(1) ইংরেজি (English)- 1 (UR)।
(2) গণিত (Mathematics)- 1 (UR)।
(3) জীবন বিজ্ঞান (Life Science)- 1 (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে 55% নম্বর পেয়ে নির্দিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে। 55% নম্বর সহ B.Ed এবং M.Ed করা থাকতে হবে। NET/SLET/SET কুয়ালিফাই করতে হবে।
ভাষাগত যোগ্যতাঃ
বাংলা এবং ইংরেজি ভাষায় কথা বলার এবং লেখার ভালো দক্ষতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তারপর নির্দিষ্ট বিষয়ের প্রফেসার পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ
বিষয় 👉 ইন্টারভিউয়ের তারিখ👉ইন্টারভিউয়ের সময়⤵️
ইংরেজি👉01.09.2022👉11.00 AM।
গণিত👉01.09.2022👉2.00 PM।
জীবন বিজ্ঞান 👉02.09.2022👉11.00 AM।
চাকরির ধরনঃ
কন্ট্রাকচুয়াল ফুল টাইম (Contractual Full Time)
চাকরির সময়সীমাঃ
31 মার্চ 2023 তারিখ সময় অবধি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ কোনো ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে না।
অফিসিয়াল নোটিশের সাথে একটি আবেদন করার ফর্ম দেওয়া আছে। সেটি ফিল আপ করে তার সাথে দরকারি কিছু ডকুমেন্ট যেমন- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, ঠিকানার প্রমানপত্র, জন্ম সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমানপত্র (যদি থাকে) ইত্যাদি ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে।
📌ইন্টারভিউ শুরু হওয়ার ৩০ মিনিট আগে , সমস্ত ডকুমেন্ট গুলি নিয়ে ইন্টারভিউয়ের স্থানে আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে।
আবেদন ফিঃ ইন্টারভিউ শুরু হওয়ার আগেই ঐ দিন আবেদনকারীদের কাছ থেকে 300 টাকা আবেদন ফি বাবদ নেওয়া হবে।
📌 Official website Link
✅ Download Notice Link