1.মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ২৯শে আগস্ট।
2.দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি।
3.Monument of National Importance হিসাবে ঘোষিত হওয়া অনঙ্গ তাল হ্রদটি দক্ষিন দিল্লিতে অবস্থিত।
4.সম্প্রতি খাদি উৎসব অনুষ্ঠিত হলো গুজরাটের আহমেদাবাদে।
5.IDFC limited-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মহেন্দ্ৰ শাহ।
6."লিখে কিছু হয় না" শিরনামে কবিতার জন্য সাহিত্য একাডেমী যুব পুরস্কার ২০২২ পেলেন সুমন পাতারী।
7.ভারতের ১ লক্ষ ডেভেলপারদের জন্য বিশেষ প্রোগ্রাম লঞ্চ করছে Google.
৪.সম্প্রতি রাশিয়ান নিউক্লিয়ার কোম্পানির সাথে ২.২৫ বিলিয়ন ডলারের চুক্তি।
9.সমগ্র রাজ্যে ভিনাইল ব্যানার বা পোস্টার ব্যান করলো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।
10.সম্প্রতি বেআইনিভাবে তৈরি হওয়ার কারণে ভেঙ্গে ফেলা Twin Towers বিল্ডিংটি উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত ছিল।
11.প্রথম ভারতীয় হিসাবে Diamond League-এ সোনার মেডেল জিতলেন নিরাজ চোপড়া।
12.UEFA Player of the Year Award Karim Benzema এবং স্পেনের Alexia Putellas.
13.জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবথেকে কম প্রজনন হার দক্ষিণ কোরিয়ায়।
14.সম্প্রতি নাগাল্যান্ডের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসাবে উদ্বোধন করা হলো Dhansari-Shokhuvi Railway Station.
15.কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে ছোটো প্লেনের সাহায্যে সারা বিশ্ব একা ঘুরলেন ব্রিটিশ পাইলট Mac Rutherford।
16.নীতি আয়োগের দ্বারা ভারতের Best Aspirational District হিসাবে ঘোষিত হলো উত্তরাখন্ডের হরিদ্বার।
17.সম্প্রতি Asia Cup 2022 শুরু হলো দুবাইয়ে।
1৪.বাড়ি বাড়ি গিয়ে যক্ষ্মা রোগ শনাক্ত করতে ‘Aashwasan’ ক্যাম্পেইন চালু করবে কেন্দ্র।
19.সম্প্রতি পরীক্ষা করা ৩.৫ কিমি লম্বা মালগাড়িটির নাম সুপার বাসুকি।
20.Global Leader Approval Rating 2022-এ শীর্ষস্থানে রয়েছেন নরেন্দ্র মোদী।
#sarkarichakrirkhabor
©সরকারি চাকরির খবর ২০২২ / sarkarichakri21