Daily current affairs 2022 for all government job exam
1.সম্প্রতি Liz Truss কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?
→ যুক্তরাষ্ট্র(US) → ✓ যুক্তরাজ্য(UK) → নরওয়ে → ফিনল্যান্ড
2.36th National Games-এর ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোনটি?
✓Savaj →Dhakad →Shera →Orion
3.C&W Reports অনুযায়ী, Top Technology Hub তালিকায় বেঙ্গালুরুর স্থান কত?
→ প্রথম →✓দ্বিতীয় – তৃতীয় – চতুর্থ
4.উত্তরপ্রদেশের প্রথম কোন গ্রামের প্রতিটি পরিবারে RO Water সরবরাহ পরিষেবা রয়েছে?
→ মেজা → ফুলপুর →✓ ভারতৌল → সদর
5. Shipping Corporation of India Ltd ( SCI) - এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্ট পদে নিযুক্ত হলেন কে?
→ অমরেশ পণ্ডিত → জগদীশ পান্ডা→সন্ময় বন্দ্যোপাধ্যায় →✓ বিনেশ কুমার ত্যাগী
6.“Our Great National Parks” শিরোনামে ডকুমেন্টারিতে বক্তব্য রাখার জন্য Emmy Award পেলেন কে?
✓ বারাক ওবামা → জো বাইডেন → ভ্লাদিমির পুতিন→ বিল গেটস
7.প্রথমবার Mountain Bicycle World Cup হোস্ট করবে লাদাখের কোন শহর?
→ কার্গিল →✓লে — খালসি → দ্রাস
8. 'Divorce and Democracy: A History of Personal Law in Post-Independence India' শিরোনামে বই লিখলেন কে?
→ অরুন্ধতী রায় → অনুরাধা রায় →✓সৌম্য সাক্সেনা → চেতন ভগত
9.সম্প্রতি প্রয়াত সাইরাস পাল্লোনজি মিস্ত্রি কোন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন?
Bajaj → ✓Aditya Birla→ Adani Group→✓Tata Sons
10.ভারতের প্রথম “Night Sky Sanctuary তৈরি করা হবে কোথায়?
✓লাদাখ → জম্মু-কাশ্মীর → উত্তরাখণ্ড – গোয়া
11.নিউ দিল্লির "রাজপথ"-এর নাম পরিবর্তন করে কী রাখা হলো?
✓ কর্তব্য পথ → আজাদী পথ → শহীদ পথ → কোনোটিই নয়
12.22nd Dubai Open Chess Tournament জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার?
→ আর. প্রজ্ঞানন্দ ✓অরবিন্দ চিদাম্বরম → বিশ্বনাথন আনন্দ → কোনেরু হাম্পি
13.সম্প্রতি T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহিম কোন দেশের খেলোয়াড়?
→ ভারত →পাকিস্তান→ ✓বাংলাদেশ → আফগানিস্তান
14.ভারতের প্রথম Bio-Village তৈরী করলো কোন রাজ্য?
→ মনিপুর → নাগাল্যান্ড → আসাম →✓ত্রিপুরা
15. Yaogan-3302 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
―✓ চীন → জাপান – ভারত – ইজরায়েল
16.কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় বর্মা?
→ ফ্রান্স→ ✓ কানাডা →ব্রিটেন→ স্পেন
17. Subroto Cup International Football Tournament শুরু হলো কোথায়?
→ মুম্বাই →কলকাতা →✓ নিউ দিল্লি → চেন্নাই
18.১৪,৫০০টি স্কুলকে আপগ্রেড করার জন্য ‘PM-SHRI' Scheme-এর ঘোষণা করলেন কে?
→ অমিত শাহ – ধর্মেন্দ্র প্রধান → অনুরাগ ঠাকুর এ →✓নরেন্দ্র মোদী
19.সম্প্রতি কোথায় যৌথভাবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা?
―✓ খুলনা → রংপুর — ঢাকা → বান্দরবন
20.সন্তান প্রসবকালীন শিশু মারা গেলে মহিলা কর্মচারীদের কত দিন স্পেশাল ম্যাটার্নিটি লিভ দেওয়ার ঘোষণা করলো কেন্দ্র?
— ৫০ দিন →✓ ৬০ দিন — ৯০ দিন — ৭০ দিন