পশ্চিমবঙ্গের সেতুর তালিকা / ব্রিজ PDF | Various Bridges / Bridges in West Bengal
✅আজ পশ্চিমবঙ্গের সেতু তালিকা PDF টি শেয়ার করা হল , যেটিতে পশ্চিমবঙ্গে অবস্থিত উল্লেখযোগ্য ব্রিজ বা সেতুর নাম, কোন নদীর অবস্থিত এবং কোন কোন জায়গাকে সংযোগ করেছে তার তালিকা সুন্দরভাবে দেওয়া হল । কারণ, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসছে। যেমন:- পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফারাক্কা সেতুর দৈর্ঘ্য কত? ইত্যাদি।
সেতুর নাম. 👉👉 দৈর্ঘ্য👉👉 নদী 👉👉অবস্থান
জয়ী সেতু,👉২৭০৯ মি.👉তিস্তা👉হলদিবাড়ি ও মেখলিগঞ্জ।
ফারাক্কা সেতু👉 ২৩০৪ মি👉গঙ্গা👉ফারাক্কা।
রবীন্দ্র সেতু👉৭০৫ মি.👉হুগলী👉হাওড়া-কলকাতা।
বিদ্যাসাগর সেতু👉৮২৩ মি.👉হুগলী👉হাওড়া-কলকাতা।
বিবেকানন্দ সেতু👉৯০২ মি.👉হুগলী👉বালি-দক্ষিনেশ্বর।
নিবেদিতা ব্রিজ👉৮৮০ মি.👉হুগলী👉হাওড়া-কলকাতা।
ঈশ্বরগুপ্ত সেতু👉১০৫৬ মি.👉হুগলী👉বাঁশবেড়িয়া-কল্যানী।
জঙ্গলকন্যা সেতু👉১৪৭২ মি.👉 সুবর্ণরেখা , 👉নয়াগ্রাম।
সম্প্রীতি ব্রিজ👉৪১৭মি.👉হুগলী👉গরিফা-হুগলীঘাট।
করোনেশন ব্রিজ👉১৩০০ মি .👉তিস্তা👉দার্জিলিং-কালিম্পং।
জুবিলি ব্রিজ👉৪১৫ মি.👉হুগলী👉নৈহাটি-ব্যান্ডেল
মাতলা ব্রিজ👉৬৪৪ মি.👉মাতলা👉ক্যানিং-বাসন্তী।
মাতঙ্গিনী সেতু👉 ***👉হুগলী👉নরঘাট।
দুর্গাপুর ব্যারেজ👉৬৯২ মি.👉দামোদর👉দুর্গাপুর।
✅ রবীন্দ্র সেতুর পূর্বনাম ছিল হাওড়া ব্রিজ| ১৯৬৫ সালের ১৪ই জুন এটি পরিবর্তন করে রবীন্দ্রনাথের নামে রাখা হয়।
→ বিদ্যাসাগর সেতুর অপর নাম দ্বিতীয় হুগলী সেতু।
→ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু, যেটি কোচবিহার জেলায় অবস্থিত।
© সরকারি চাকরির খবর।।