Join Telegram group

Ads Area

Al-Ameen Mission Urgent Recruitment 2022 | আল-আমিন মিশনে আর্জেন্ট নিয়োগ ২০২২ , WB teacher recruitment

আল-আমিন মিশনে আর্জেন্ট নিয়োগ ২০২২, Al-Ameen Mission Urgent Recruitment 2022 পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাম্পাসে চাকরি ২০২২


Al-Ameen Mission Urgent Recruitment 2022

পদের নাম: রেসিডেন্ট টিচার্স ।

যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে:

ফিজিক্স (Physics)

কেমিস্ট্রি (Chemistry)

বায়োলজি (Biology)

গণিত (Mathematics)

ইংরেজি (English)

সোশ্যাল স্টাডিজ- ইতিহাস, ভূগোল (Social Studies- History, Geography) 

কম্পিউটার (Computer)

হিন্দি (Hindi)

 বেতন: প্রার্থীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন ঠিক করা হবে।

বয়সসীমা: ১৮ বছরের উপরে হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন,  মাস্টার ডিগ্রী পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এই সমস্ত যোগ্যতার সাথে বিএড (B.Ed) অথবা অন্য কোন ট্রেনিং কোর্স করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 

নিয়োগ পদ্ধতি:  ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

যে সমস্ত ক্যাম্পাসে নিয়োগ করা হবে:

(1) ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস (V-XII)

  • Lalbagh, Murshidabad (Boys)
  • Budge Budge, S 24 Pgs (Boys)

(2) বাংলা মিডিয়াম ক্যাম্পাস (V-XII)

  • Belpukur, Dakshin Dinajpur (Boys and Girls)
  • Hariharpara, Murshidabad (Girls)
  • Dubrajpur, Birbhum (Boys)
  • Papuri, Birbhum (Girls)
  • Hasnecha, Birlamore, South 24 Pgs. (Girls)
  • Budge Budge, Birlamore, South 24 Pgs. (Girls)

আবেদন প্রক্রিয়া:

(1) চাকরিপ্রার্থীরা অনলাইনে ইমেইলে তাদের বায়োডাটা অর্থাৎ Resume পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবে। 

(2) আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা কোন অভিজ্ঞতা থাকলে তাও উল্লেখ করে একটি বায়োডাটা / Resume বানাতে হবে। 

(3) তারপর সেই বায়োডাটাটিকে একটি পিডিএফ (PDF) ফাইলে কনভার্ট করে নিতে হবে। Resume এর পিডিএফ টিকে সরাসরি নিচের দেওয়া ইমেইলে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

বায়োডাটা (Resume) পাঠানোর ইমেইল

cv.aam.in@gmail.com

আবেদন করার শেষ তারিখ: 31.12.2022 (31 ডিসেম্বর 2022)।


অফিসিয়াল ওয়েবসাইট লিংক 

📌 নোটিস ডাওনলোড লিংক 

📌 টেলিগ্রাম লিংক 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area