3rd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
West Bengal Class 6 Science Suggestion | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন
West Bengal Class 6 Science Suggestion | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন West Bengal Class 6 Science Suggestion, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন
West Bengal Class 6 Science Suggestion : ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন : West Bengal Class 6 Science Suggestion | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন নিচে দেওয়া হলো। এই WBBSE Class 6th Science Suggestion Question and Answer, Notes | West Bengal Class 6 Science Suggestion – ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন থেকে বহুবিকল্প ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th Six VI Science Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।।
1. নীচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ 1× 10
(a) সাঁড়াশি একটি – (i) প্রথম, (ii) দ্বিতীয়, (iii) তৃতীয় শ্রেণির লিভার
(b)আম একটি ব্যক্তবীজী/গুপ্তবীজী উদ্ভিদ
(c) স্পাইরোগাইরা বা জলরেশম একটি শ্যাওলা/মস/ফার্ন
(d) কোন্ রাশিটি মৌলিক রাশি নয়
(i) দৈর্ঘ্য, (ii) আয়তন, (iii) সময়, (iv) ভর
(e)কাক/ছাগল/সিংহ হলো সর্বভূক
(f)তুলাযন্ত্রে/আয়তন মাপক চোঙে/স্টপ ওয়াচের সাহায্যে তরলের আয়তন মাপা হয়
(g) আলম্ব মাঝখানে অবস্থিত – (i) প্রথম, (ii) দ্বিতীয়, (iii) তৃতীয় শ্রেণির লিভারে
(h) ব্যক্তবীজী/গুপ্তবীজী উদ্ভিদের বীজ ফলের মধ্যে থাকে না
(i)শ্যাওলা/মস/ফার্ন-দের দেহে মূল, কাণ্ড, পাতা থাকে না
(j)কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয়
তা হলো—(i) আয়তন, (ii) উচ্চতা, (iii) ক্ষেত্রফল, (iv) ঘনত্ব
2. শূন্যস্থান পূরণ করো : 1x10 = 10
(a) মৌচাক দিয়ে......... তৈরি
(b) .........মশার শরীরে ম্যালেরিয়া রোগের জীবাণু থাকে
(c) স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো...........
(d)1000 ঘন সেন্টিমিটার=........... লিটার
(e) ........ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী
(f) একটি সরু তারের ব্যাস........... এককে পরিমাপ করা হয়
(g) একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো.....
(h) ছত্রাক চাষ করে..... পিঁপড়ে
(i)....ঘড়িতে কোনো কাঁটা থাকে না
(j) ...... ধাতু হলেও তরল
3. ডানস্তম্ভের সাথে বামস্তম্ভ মেলাও।1x6 =6
বামস্তম্ভ 👉 ডানস্তম্ভ।
(a) কলার খোসা👉(i) প্রথম শ্রেণির খা
(b) চিংড়ি👉(ii) মিশ্র পদার্থ
(c) জল👉(iii) কিলোগ্রা
(d) SI পদ্ধতিতে ভরের একক👉(iv) যৌগিক পদার্থ
(e) ছাগল👉(v) জৈব ভঙ্গুর বর্জ্য পদা
(f) বায়ু 👉(vi) আর্থোপোডা
4. এককথায় উত্তর দাও : 1× 8 = 8
a) একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও
(b) খাদ্য পিরামিডে কোন্ স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি
(c) উদ্ভিদের বৃদ্ধি পরমিািপযন্ত্রের নাম কী
(d) “বাংলার কীটপতঙ্গ” বইটি কার লেখা
(e) যন্ত্রের চলমান/ঘূর্ণায়মান অংশের ঘর্ষণ কমাতে কি ব্যবহার করা উচিত
(f) যে সকল প্রাণীদের শুঁড় ও পা খণ্ড খণ্ড যুক্ত হয়ে গঠিত হয়, তাদের প্রজাতির নাম কী
(g) স্ক্রু-এ কোন্ নীতির প্রয়োগ করা হয়
(h) বিজ্ঞানীরা সমগ্র মানুষ প্রজাতির কি নামকরণ করেছেন
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2x10 = 2
(a) একটি ভারি ড্রামকে খাড়াভাবে চাগিয়ে তোলা না লরির সঙ্গে হেলানো কাঠের তক্তার ওপর ঠেলে দিয়ে গাড়িতে তোলা, এরমধ্যে কে সহজ এবং কেন?
(b) একটি সরল যন্ত্র ও একটি জটিল যন্ত্রের উদাহরণ দাও।
(c) গুল্ম ও বৃক্ষ জাতীয় গাছের মধ্যে একটি পার্থক্য লেখো?
(d)নীচের বীজগুলির মধ্যে কোন্টি একবীজপত্রী বা দ্বিবীজপত্রী চিহ্নিত করো।
ধান, এলাচ, কুমড়ো, মুগডাল
(e) একটি দ্বিতীয় শ্রেণির লিভারের চিত্র এঁকে আলম্ব, বাধা এবং প্রযুক্ত বল-এর অংশ চিহ্নিত করো
(f) এমন দুটি পাখির নাম লেখো যাদের খালি শীতকালে দেখা যায়
(g) একটি জলজ স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো এবং তার শ্বাসঅঙ্গের নাম লেখো
(h) শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? (যেকোনো দুটি কাজ লেখো।
(i) লিণ্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো
(j) ‘নুন জলে’ দ্ৰাব এবং দ্রাবকগুলি কি কি
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও
(a) সালফার ডাই-অক্সাইডের অণুতে কি কি মৌলের কয়টি করে পরমাণু আছে?
(b) ম্যাগনেশিয়াম ধাতুর ফিতায় আগুন জ্বালানো হলো। কি দেখবে? নতুন যে পদার্থ উৎপন্ন হয় তার নাম কী? 2+1=3
(c) নীচের উদাহরণগুলিতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়- 1x3 = 3
(i) তারাবাজি জ্বালানো হলো
(ii) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো
(iii) মাইক্রোফোন ব্যবহার করা হলো
(d) আমাদের চারপাশে পড়ে থাকা নানান বর্জ্যকে আবার ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই 4R কি কি?
(e) তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন তিনটি উদাহরণ দাও যেখানে তুমি বাদ্য হও আনুমানিক পরিমাপ করতে।
*********************************
Your queries / Tagt :-
Class 6 Third Unit Test 2022 Paribes,
Question Paper Class 6 Third Unit Test,
Poribesh o Bigyan Suggestion,
Class 6 3rd Unit Test ft & fe
Question Paper 2022,
WBBSE Class 6 Model Question Paper Unit test,
Class 6 Test Question Paper পরিবেশ ও বিজ্ঞান,
Class VI পরিবেশ ও বিজ্ঞান Third Unit Test,
Question Paper pdf Download
Third Unit TestQuestion Paper pdf Download