Join Telegram group

Ads Area

Model School Group-D and Guest Teacher Recruitment 2022 | রাজ্যের মডেল স্কুলে গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে চাকরি 2022

রাজ্যের মডেল স্কুলে গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে চাকরি 2022 | Model School Group-D and Guest Teacher Recruitment in Birbhum 


রাজ্যের অন্তর্গত একটি জেলার গভর্নমেন্ট মডেল স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ের জন্য গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকলের আবেদন করতে পারবেন।

Model School Group D and Guest Teacher Recruitment in Birbhum

নোটিশ নম্বরঃ 2536/G

নোটিশ প্রকাশের তারিখঃ 01.12.2022 

(1) পদের নামঃ Guest Teacher 

মোট শূন্যপদঃ 3 টি।

যে সমস্ত বিষয়ে নিয়োগ হবেঃ 

Geography - 2 টি।

Mathematics - 1 টি।

(2) পদের নামঃ Group-D

মোট শূন্যপদঃ 3 টি।

বেতন: দুটি পদের ক্ষেত্রেই সরকারী নিয়ম অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখঃ 21.12.2022 

ইন্টারভিউয়ের সময়ঃ প্রার্থীদেরকে সকাল 10: 30 মিনিটে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। সকাল 11.30 টার সময় ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে।

ইন্টারভিউয়ের ঠিকানাঃ

Office Chamber S.D.O, Suri, Sadar (1st Floor of Prashasan Bhavan), Bhirbhum.

শিক্ষাগত যোগ্যতা

উপরিউক্ত দুই পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসরপ্রাপ্ত হতে হবে। এছাড়া বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

বয়সসীমা: উপরিউক্ত দুই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগের স্থান: বীরভূম জেলার রাজনগর গভর্নমেন্ট মডেল স্কুলে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি:

প্রথমে একটি সাদা কাগজে নির্দিষ্ট পদ অনুযায়ী নিজের নাম, ঠিকানা, বয়স সহ সমস্ত তথ্য ভালোভাবে লিখে বায়োডাটা তৈরি করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স ও সেলফ আটেস্টেড করে বায়োডাটার সাথে যুক্ত করতে হবে।

এরপরে বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

✅ টেলিগ্রাম: লিংক

📌 Website Link Download 

📌 Notice Link Download 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area