রাজ্যের মডেল স্কুলে গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে চাকরি 2022 | Model School Group-D and Guest Teacher Recruitment in Birbhum
রাজ্যের অন্তর্গত একটি জেলার গভর্নমেন্ট মডেল স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ের জন্য গ্রুপ-ডি এবং গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকলের আবেদন করতে পারবেন।
Model School Group D and Guest Teacher Recruitment in Birbhum
নোটিশ নম্বরঃ 2536/G
নোটিশ প্রকাশের তারিখঃ 01.12.2022
(1) পদের নামঃ Guest Teacher
মোট শূন্যপদঃ 3 টি।
যে সমস্ত বিষয়ে নিয়োগ হবেঃ
Geography - 2 টি।
Mathematics - 1 টি।
(2) পদের নামঃ Group-D
মোট শূন্যপদঃ 3 টি।
বেতন: দুটি পদের ক্ষেত্রেই সরকারী নিয়ম অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 21.12.2022
ইন্টারভিউয়ের সময়ঃ প্রার্থীদেরকে সকাল 10: 30 মিনিটে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। সকাল 11.30 টার সময় ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Office Chamber S.D.O, Suri, Sadar (1st Floor of Prashasan Bhavan), Bhirbhum.
শিক্ষাগত যোগ্যতা :
উপরিউক্ত দুই পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসরপ্রাপ্ত হতে হবে। এছাড়া বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
বয়সসীমা: উপরিউক্ত দুই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগের স্থান: বীরভূম জেলার রাজনগর গভর্নমেন্ট মডেল স্কুলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
প্রথমে একটি সাদা কাগজে নির্দিষ্ট পদ অনুযায়ী নিজের নাম, ঠিকানা, বয়স সহ সমস্ত তথ্য ভালোভাবে লিখে বায়োডাটা তৈরি করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স ও সেলফ আটেস্টেড করে বায়োডাটার সাথে যুক্ত করতে হবে।
এরপরে বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
✅ টেলিগ্রাম: লিংক
📌 Website Link Download
📌 Notice Link Download