Join Telegram group

Ads Area

Daily Current Affairs 2022 today | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2022 | new gk



🔥 Daily Current affairs 2022🔥

1.১৬ বছর বয়সের পর যে কেউ তাদের লিঙ্গ পরিবর্তন করার নতুন ট্রান্সজেন্ডার আইন পাশ করলো স্পেন


2. ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস ৬.৮% করলো International Monetary Fund (IMF).


3.২০২৩ সালে জাপানের সাথে “Veer Guardian 23” নামে বায়ু সেনা মহড়া অনুষ্ঠিত করবে ভারত


4. BBC Sports Personality of the Year 2022 vard জিতলেন ইংল্যান্ডের মহিলা ফুটবলার Beth Mead


5.Vin Future Special Prize 2022 জিতলেন ভারতীয় বিজ্ঞানী প্রফেসর থালাপ্পিল প্রদীপ।


6.Rabindranath Tagore Literary Prize 2021-22 জিতলেন সুদীপ সেন ও শোভনা কুমার।


7. 2023 IPL নিলামে সবথেকে বেশি টাকা দিয়ে ইংলিশ ক্রিকেটার Sam Curran- কে কিনলো Punjab Kings টিম।


৪.ভারতের প্রথম মহিলা মুসলিম ফাইটার পাইলট হলেন উত্তরপ্রদেশের সানিয়া মির্জা


9. 2022 IWF World Championships-এ  ভারতের ওয়েট লিফটার মীরাবাই চানু রূপোর মেডেল জিতলেন।


10.লেটেস্ট FIFA Rankings-এ ভারতের স্থান ১০৬, প্রথম স্থানে ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।


11.আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় ২০শে ডিসেম্বর।


12.Harvard University-এর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন Claudine Gay.


13.গতি শক্তি ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


14.2022 Global Food Security Index-এ তের স্থান ৬৮, প্রথম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা।


15.Mrs World 2022 টাইটেল জিতলেন ভারতের সরগম কৌশল।


16.Global Ranking in Scientific Publications-এ ভারতের স্থান 3.


17.'Prashasan Gaon ki Ore' ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ড. জিতেন্দ্র সিং।


18.২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে FIFA Club World Cup হোস্ট করবে মরক্কো।


19.কাশ্মীরে ভারতের দীর্ঘতম ‘Escape Tunnel’ চালু করলো ইন্ডিয়ান রেলওয়ে।


20.Joint Expeditionary Force সামিট হোস্ট করবে লাটভিয়া ।


#sarkarichakrirkhabor

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area