Join Telegram group

Ads Area

West Bengal group c and group d recruitment 2022 | BECIL Office Assistant Recruitment 2022 | 10th pass job vacancy 2022

West Bengal group c and group d recruitment 2022 | BECIL Office Assistant Recruitment 2022 | 10th pass job vacancy 2022

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি 2022, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। মাসিক বেতন- ২০ হাজার টাকা




রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে একটি বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের (BECIL) তরফ থেকে বেশ কিছু পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত ২৩ টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। 

BECIL Office Assistant Recruitment 2022

নোটিশ নম্বরঃ BECIL/MR-Project-1/PHARMACOPIA/Advt.2022/227

নোটিশ প্রকাশের তারিখঃ 21.11.2022


(1) পদের নামঃ অফিস অ্যাসিস্ট্যান্ট ।

মোট শূন্যপদঃ 10 টি। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও ভালো কমিউনিকেশন স্কিল ও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 

বেতনঃ প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় পাবেন। 

(2) পদের নামঃ MTS – সিকিউরিটি

মোট শূন্যপদঃ 28 টি। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শারীরিক দিক থেকে সক্ষম ও লোকাল ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞ হতে হবে।

বেতনঃ প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(3) পদের নামঃ MTS

মোট শূন্যপদঃ 28 টি। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শারীরিক দিক থেকে সক্ষম ও লোকাল ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞ হতে হবে।

বেতনঃ প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(4) পদের নামঃ হাউস কিপিং স্টাফ (Housekeeping Staff)

মোট শূন্যপদঃ 28 টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণি পাশ করে থাকতে হবে।

বেতনঃ প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(5) পদের নামঃ ফারমাকোপিয়েল অ্যাসোসিয়েট (Pharmacopoeial Associate) 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে যথেষ্ট নলেজ থাকতে হবে।

মোট শূন্যপদঃ 6 টি।

Chemistry – 3 টি।

Pharmacology – 1 টি।

Pharmacy – 1 টি।

Publication – 1 টি।

বেতনঃ প্রতিমাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(6) পদের নামঃ কনসালটেন্ট (Consultant) 

মোট শূন্যপদঃ 5 টি।

Admin – 1 টি।

Establishment – 1 টি।

Account – 1 টি।

Store – 1 টি।

Legal – 1 টি

বেতনঃ প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বা IT বা আরও অন্যান্য বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে যথেষ্ট নলেজ থাকতে হবে। এছাড়াও সেকশন অফিসার সিকিউরিটি, ডেপুটি সেক্রেটারি বা ডাইরেক্টর পোস্ট থেকে রিটায়ার্ডরাও আবেদন করতে পারবে। 

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 65 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

👉এছাড়াও এখানে হিন্দি ট্রান্সলেটর, প্রজেক্ট কনসালটেন্ট, টেকনিক্যাল ডাটা অ্যাসোসিয়েট, ড্রাইভার সহ আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।


নিয়োগ পদ্ধতিঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। 


  ইন্টারভিউয়ের সময়ঃ  সকাল 10.00 টা থেকে বিকেল 3.00 টে পর্যন্ত। 

ইন্টারভিউয়ের তারিখঃ 10.12.2022

ইন্টারভিউয়ের স্থানঃ

COMMITTEE ROOM, ADMINISTRATIVE BLOCK, PHARMACOPOEIA COMMISSION FOR INDIAN MEDICINE & HOMOEOPATHY (PCIM&H), MINISTRY OF AYUSH, KAMLA NEHRU NAGAR, GHAZIABAD, UTTAR PRADESH – 201002. 


আবেদন পদ্ধতি:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত উপরের সমস্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন পদ্ধতি::

প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর Career Section অপশনে ক্লিক করতে হবে।

এরপরে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। 

📌আবেদন শুরু হয়েছে 21.11.2022 তারিখ।

👉 আবেদন শেষ আগামী 10.12.2022 তারিখ ।

🚩Join Telegram: Link 

Website: Link 

♻️ Notice Download : Link 

📌Apply Link: Apply





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area