রাজ্যে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ 2022, মসিক বেতন ২০ হাজার টাকা।West Bengal group d recruitment 2022 | WB LDC, pharmacist, Assistant teacher job vacancy 2022
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর। ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে লোয়ার ডিভিশন ক্লার্ক(LDC) সাফাই ওয়ালা সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নোটিস নম্বর : LCB/16/XI/09/L
পদের নাম-
(১) Forest Mali,
(২) Safaiwala,
(৩) Mazdoor
মোট শূন্যপদ- ৩ টি। (প্রতিটি পদে একজন করে)
শিক্ষাগত যোগ্যতা- এইট পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ D.El.Ed,B.El.Ed, D.Ed, B.Ed করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।
পদের নাম- Pharmacist.
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ ফার্মাসিস্টেটে ডিপ্লোমা করা থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা।
বয়স- সমস্ত পদগুলির ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। (SC/ST - ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর)।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of .....( যে পদের জন্য আবেদন করেছেন ওই পদের নাম)।
আবেদনের ঠিকানা- Contonment Broad Office, Lebong, Derjeeling, West Bengal -734105
আবেদনের শেষ তারিখ- আগামী ২০ জানুয়ারী, ২০২৩।
♻️আবেদনকারীদের বিভিন্ন প্রয়োজনে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন 👇
👉Office Contact No:- 8972074610
👉Email ID: recruitmentcblebong@gmail.com
নোটিস: একাধিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের পৃথকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ফি আলাদাভাবে দিতে হবে প্রতিটি আবেদন.
বিস্তারত জানতে নোটিশটি ডাওনলোড করে দেখে নিন।
Join Telegram: Click Here
✅Official Website: Click Here
✅Official Notification: Download Now
🚩 Application form: Link