Class 6 geography first Unit test questions paper
ক্লাস সিক্স ভূগোল ফাস্ট ইউনিট টেস্ট প্রশ্নপত্র
Class 6 geography suggestion fast unit test
বিষয় সূচী(toc)
1st Summative Evaluation - 2020
Class - VI
Sub. - GEOGRAPHY
F.M. - 15
১। সঠিক উত্তরটি নির্বাচন কর :- ১×৩=৩
ক) ক্রুশ চিহ্নের মতো দেখতে নক্ষত্র মণ্ডলটির নাম – (১) কালপুরুষ (২) বকমণ্ডল (৩) ক্যাসিওপিয়া।
খ) পৃথিবীর গড় ব্যাসার্ধের মান হল – (১) ৫,৪০০ কি.মি. (২) ৬,৪০০ কি.মি. (৩) ৭,৪০০ কি.মি.।
গ) আন্তর্জাতিক তারিখরেখার দ্রাঘিমার মান – (১) ১৮০° (২) ১৮০° পূঃ (৩) ১৮০° পঃ।
২। সম্পূর্ণ বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :২×১=২
ক) ভারতের আয়তন কত?
খ) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি?
৩। নীচের প্রশ্নের উত্তর দাও :- (যেকোনো একটি) ১×২=২
ক) ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখ।
খ) ভারতের চারদিকে কী কী আছে?
৪। নীচের প্রশ্নের উত্তর দাও :- (যেকোনো একটি) ৩×১=৩
ক) অক্ষরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখ।
খ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখ।
৫। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
ক) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও।
খ) ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিচয় দাও।
By Avijit Ghosh