How to apply EWS certificate in west bengal
Certificate Full details in bengali
EWS certificate renewal
EWS certificate document
বিষয় সূচী(toc)
• EWS এর সুবিধা কি?
EWS সার্টিফিকেট যাদের থাকবে, তাদের সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ রিজার্ভেশন প্রদান করে।
• EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি?
- জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে।
- পরিবারের বাৎসরিক ৮ লক্ষ টাকার কম হতে হবে।
- শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তাহলে ১০০০ বর্গফুটের কম হতে হবে।
- গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম হতে হবে।
- পরিবারের ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে।
- মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন
EWS সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন?
- EWS Certificate আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- প্রথমে এর আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন (ANNEXURE – A)।
- এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
- এরপর নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
EWS সার্টিফিকেট আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / সাব ডিভিশনাল অফিসার (SDO) কাছে জমা করতে হবে। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা DWO এর কাছে জমা করতে হবে।
EWS সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- নিজের ও মাতা-পিতার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
- জমি ও সম্পত্তির ডকুমেন্টস
- স্ব-ঘোষণা পত্র
📌 EWS সার্টিফিকেট আবেদনপত্র ডাউনলোড করুন
✅ পশ্চিমবঙ্গ EWS Certificate Notice – Download PDF
©Avijit Ghosh