Join Telegram group

Ads Area

How to apply EWS certificate in west bengal | EWS certificate renewal 2023-24

How to apply EWS certificate in west bengal 
Certificate Full details in bengali
EWS certificate renewal
EWS certificate document 



বিষয় সূচী(toc)


• EWS এর সুবিধা কি?

EWS সার্টিফিকেট যাদের থাকবে, তাদের সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ রিজার্ভেশন প্রদান করে।


• EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি?

  • জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে।
  • পরিবারের বাৎসরিক ৮ লক্ষ টাকার কম হতে হবে।
  • শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তাহলে ১০০০ বর্গফুটের কম হতে হবে।
  • গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম হতে হবে।
  • পরিবারের ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে।
  • মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন


EWS সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন?

  • EWS Certificate আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • প্রথমে এর আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন (ANNEXURE – A)।
  • এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
  • এরপর নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

EWS সার্টিফিকেট আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / সাব ডিভিশনাল অফিসার (SDO) কাছে জমা করতে হবে। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা DWO এর কাছে জমা করতে হবে।


EWS সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. ভোটার কার্ড
  2. প্যান কার্ড
  3. বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  4. নিজের ও মাতা-পিতার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  5. জমি ও সম্পত্তির ডকুমেন্টস
  6. স্ব-ঘোষণা পত্র

📌 EWS সার্টিফিকেট আবেদনপত্র ডাউনলোড করুন

✅ পশ্চিমবঙ্গ EWS Certificate Notice – Download PDF 


©Avijit Ghosh


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area