Class 7 History Second Unit Test Question 2023
সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৩
Class 7 History Second Unit Test Question : সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র : Class 7 History Second Unit Test Question | সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 7 History Second Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 7 History Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7 History 2nd Unit Test – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 7 History Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
2ND SUMMATIVE EVALUATION - 2023
Class - VII
Subject : HISTORY
Full Marks-25 Time : 1 Hour
1. পূর্ণবাক্যে উত্তর দাও : 2x5 = 10
(1)মহম্মদ ঘুরির মৃত্যুর পর তাঁর কোন চারজন অনুচরের মধ্যে জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায়?
(ii) রাজিয়া কাদের কাদের সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিলেন?
(iii) আলাউদ্দিন খলজি কোন কোন উপায়ে সফলভাবে মুঘল আক্রমণের বিরোধিতা করেন?
(iv) খানুয়ার যুদ্ধ কত খ্রিঃ কাদের মধ্যে হয়েছিল?
(v) মধ্যযুগে সমুদ্র বাণিজ্যে ভারতীয় বণিকদের মধ্যে কারা সুনাম অর্জন করেছিল?
2. শূন্যস্থানে পূর্ণ করো : 1x5=5
(i) আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে......বড়ো বাজার ছিল।
(ii)....রাজত্বকালের শেষদিক থেকেই........সুলতানি শাসন দুর্বল হয়ে পড়ে।
(iii) সাধারণ মানুষ নাকি......কৃষ্ণের অবতার বলে করত।
(iv) ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন.......।
3. সঠিক উত্তরের (✓) চিহ্ন দাও : 1x5=5
(i) হিমু ছিলেন— (a) আদিল শাহের , (b) আকবরের,
(c) শেরশাহের, (d) বীরবলের প্রধানমন্ত্রী।
(ii) বারো ভূঁইয়ার মধ্যে-
(a) শিবাজী, (b) রাণা প্রতাপ সিংহ
(c) প্রতাপাদিত্য, (d) শাহাজাহান ছিলেন বিখ্যাত।
(iii) মেওয়াড়ে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল—
(a) শাহজাহানের, (b) ঔরঙ্গজেবের
(c) বাবরের, (d) জাহাঙ্গীরের আমলে।
(iv) কালিকট বন্দরটি ছিল-
(a) প্রশান্ত মহাসাগরের (b) লোহিত সাগরের
(c) আরব সাগরের, (d) ভারত মহাসাগরের তীরে
(v) ফিলা-ই কুহনা রাজধানী ছিল—
(a) শেরশাহের , (b) আকবরের
(c) হোসেনশাহের, (d) আদিল শাহের আমলে।
4. যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখো : 1x5=5
(i) দেশের ভেতরের বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
(ii) মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক আলোচনা করো।
(iii) মহম্মদ বিন তুঘলকের তিনটি তুঘলকি কাণ্ড-কারখানার পরিচয় দাও।
Yours quarries (toc)