রাজ্যে স্বাস্থ্য দপ্তরে 1500 গ্রুপ- সি কর্মী নিয়োগ 2023 , 20 আগস্ট পর্যন্ত চলবে আবেদন। West Bengal health recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 1500 শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যেকোনো পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
Employment No.- SHFWS/2023/286
পদের নাম- Community Health Officers (CHO)
মোট শূন্যপদ- 1500 টি।
General - 780 টি পদ । SC জন্যে 360 টি পদ, ST জন্যে 90 টি পদ, OBC (A) জন্যে 150 টি পদ, OBC (B)- 105 টি পদ, PwD জন্যে 45 টি পদ রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা - ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং পাশ যেকোনো চাকরিপ্রার্থী এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
মাসিক বেতন - প্রতিমাসে 20,000/- টাকা।
বয়স - 1 জানুয়ারী, 2023 তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের বিশেষ ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের (www.wbhealth.gov.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি সফলভাবে পেমেন্ট করার পরে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করে নেবেন আবেদনকারীরা।
আবেদন ফি- অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন 100/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন 50/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ WBSHFWS -এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারিউ হবে।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ- আগামী 20 আগস্ট, 2023 ।
📌 অফিসিয়াল নোটিশ লিংক
✅ ওয়েবসাইট লিংক
📍Apply Online Link
বিষয় সূচী (toc)