Class 7 Geography 2nd Summative Evaluation - 2023
Full Marks - 25
Class - VII
Subject: GEOGRAPHY
Group-A
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :1x5=5
(ক) জার্মানির ‘ব্ল্যাকফরেস্ট' হল একটি—
১. ভঙ্গিল পর্বত ২. স্তূপ পর্বত ৩, আগ্নেয় পর্বত|
(খ) নীলনদের দৈর্ঘ্য-
১. ৬৫৬০ কিমি. ২. ৬৬০০ কিমি. ৩, ৬৬৫০ কিমি।
(গ) ‘স্তরীভূত শিলা’ বলা হয়-
১. আগ্নেয় শিলাকে ২. পাললিক শিলাকে ৩. রূপান্তরিত শিলাকে
(ঘ) সাহারা মরুভূমির যে সব স্থান শিলাময় তাকে বলে-
১. মেরির ২: হামাদা ৩. আর্গ
(ঙ) ভিক্টোরিয়া জলপ্রপাতটির কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে?-
১. অরেঞ্জ নদীর ২. নাইজার নদীর ৩. জাম্বেজি নদীর।
Group - B
২। শূন্যস্থান পূরণ করো ঃ1x3 = 3
(ক) পামির মালভূমির উচ্চতা...............মিটার।
(খ) ...........পৃথিবীর বৃহত্তম বাঁধ।
(গ) .....শিলা কঠিন, সহজে ভাঙে না।
৩। এককথায় উত্তর দাও :1 x 2 = 2
(ক) নদীর কোন্ গতিতে মিয়েণ্ডার দেখা যায়?
(খ) আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (যেকোনো দুটি) 2×2=4
(ক) নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও।
(খ) ওয়াদি কী?
(গ) পাললিক শিলা কীভাবে তৈরি হয়?
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যেকোনো দুটি) 3x2= 6
(ক) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী?
(খ)দোয়াব বলতে কী বোঝায়? জীবাশ্ম কোন্ শিলায় দেখা যায়? 2+1=3
(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়? 3
৬। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :5×1 =5
(ক) মাটি সৃষ্টির নিয়ন্ত্রক সম্পর্কে লেখো।
(খ) মিশর হলো নীলনদের দান’—ব্যাখ্যা করো।
Copyright by Avijit Ghosh
Class 7 Second Unit Test Geography Question Paper
Class 7 Second Unit Test Geography Suggestion Class 7
Second Unit Test Geography Question Paper
Class-7 Geography Second-Unit-Test Suggestion
WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper
Geography Class VII Science Second Unit Test Question Paper pdf
Download Class-7 Geography Second-Unit-Test Suggestion
Yours quarries (toc)