Ramakrishna Mission Rahara Recruitment 2023| Ramkrishna mission rahara group d and Teachers recruitment 2023| Apply Teaching And Non Teaching Post
Ramakrishna Mission Rahara Recruitment 2023 notification has been published by the school authority.
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরকারি স্কুলে স্থায়ী পদে সহকারী শিক্ষক এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। রামকৃষ্ণ মিশন ছেলেদের হোম হাই স্কুল (এইচএস) পুরুষ শিক্ষক এবং গ্রুপ-ডি নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারেন। স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।
শূন্যপদ: মোট 3 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
i) বাংলা (B.Ed. সহ স্নাতক), S.C. ক্যাটাগরি,
ii) বাংলা (বিএড সহ স্নাতক), ওবিসি-বি বিভাগ এবং ক
iii) পুরুষ Gr- D [(ল্যাব। উপস্থিত, অষ্টম পাস), সাধারণ বিভাগ।
শিক্ষাগত যোগ্যতা :
শিক্ষক পদের জন্য নির্দিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক এবং বি.এড। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী নম্বর শিথিল করা আছে। অষ্টম শ্রেণী পাশ করলেই গ্রুপ-ডি পদে আবেদন করা যাবে।
বয়স সীমা :
01.01.2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC /ST প্রার্থীরা 5 বছর, OBC - 3 বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন: ROPA, 2019 নিয়ম অনুযায়ী মাসিক বেতন এবং বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আবেদনের ফি : জেনারেল প্রার্থীর জন্য 500/- টাকা, SC/ST/OBC/PWD প্রার্থীদের 400/- এবং PH প্রার্থীদের জন্য 300/- টাকা ।
পেমেন্ট পদ্ধতি: শুধুমাত্র নগদ (Cash Only)
আবেদনের শুরুর তারিখ: 07/08/2023
অনলাইন আবেদনের শেষ তারিখ: 21/08/2023
পরীক্ষার তারিখ: আবেদন পত্রে দেওয়া আছে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের 10 দিন আগে।
Selection Process :
(1) Written Test
(2) Interview
আবেদন প্রক্রিয়া:
6ই আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে (www.rkmissionrahara.org) আবেদনপত্র পাওয়া যাবে। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন. বিস্তারিত জানার জন্য www.rkmissionrahara.org ওয়েবসাইট দেখুন।
আবেদনপত্রটিকে ডাউনলোড করে সেটিকে ফিলআপ করে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স অ্যাটাচ করে স্কুলের ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের মধ্যে পরীক্ষার তারিখ দেওয়া আছে।
✅ নোটিশ : লিংক
✅ অফিসিয়াল ওয়েবসাইট: লিংক
Yours Quaris: (toc)