রাজ্যে ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2022, মাধ্যমিক পাশে আবেদন| Raja Rammohan Roy Library Foundation Recruitment 2022
রাজ্যে রাজা রামমোহন রায় লাইব্রেরিয়ান ফাউন্ডেশনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন।
Employment No- RRRLF / RTTA/2022/2
পদের নাম- Lower Division Clerk
মোট শূন্যপদ- ৪ টি। (UR -2, UR-PWD-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বেতন- ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নাম- Multi Tasking Staff
মোট শূন্যপদ- ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত (SC/ST/OBC)শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The Director General, Raja Rammohun Roy Library Foundation, Block-DD-34, Sector-I, Salt Lake City, Kolkata-700064
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT) ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা।
নিয়োগ স্থান- রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন, কলকাতা।
কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-
১) Qualifications Certificate
২) Age Proof (MP Certificate/Birth Certificate)
৩) Identity Proof (Aadhaar/Voter/Passport)
৪) Computer Certificate (if available)
৫) Cast Certificate (if available)
৬) PH Certificate (if available)
৭) Experience Certificate (if available)
আবেদন পদ্ধতি- ৩১ ডিসেম্বর, ২০২২
🚩Join Telegram: Click Here
✅Official Website: Click Here
✅Official Notification: Download Now